বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভা।
সিএইচটিআরএফ-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের একটি অঞ্চলকে ঘিরে সম্ভাব্য বৈশ্বিক পরিকল্পনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই হিল ট্র্যাকস নিয়ে আন্তর্জাতিক পরিকল্পনা চালু রয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা, বিশেষ করে কুকিচিন প্রসঙ্গ, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। “আমরা যা চোখে দেখি, তার পেছনে অনেক সময় জটিল কারণ লুকিয়ে থাকে,” মন্তব্য করেন তিনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন সালাহ উদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ বরকতুল্লাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথি কারবারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ফজল এবং লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে সংঘটিত কয়েকটি ঘটনা জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে, যা সরকারের পাশাপাশি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।