২৫ আগস্ট থেকে ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের তিনদিনের বৈঠক
 
                 
নিউজ ডেস্ক
চলতি মাসের ২৫ আগস্ট ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক। বিজিবি সদর দপ্তর পিলখানায় আয়োজিত এ সম্মেলন চলবে ২৮ আগস্ট পর্যন্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি দুই দেশের সীমান্ত বাহিনীর ডিজি পর্যায়ের ৫৬তম সম্মেলন। এর আগে ৫৫তম বৈঠক গত ১৭ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
সূত্র জানায়, এবারের বৈঠকে সীমান্তে পুশইন রোধ, নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি, হত্যা ও শারীরিক নির্যাতনের ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন আন্তসীমান্ত অপরাধ দমনের বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য ও গবাদিপশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র ও জাল মুদ্রা চোরাচালান প্রতিরোধ এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিক তথ্য বিনিময় প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
এছাড়া, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। মানব পাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ এবং উভয় দেশের দালালচক্রের কার্যক্রম বন্ধেও করণীয় নির্ধারণের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিবছর পালাক্রমে দুই দেশের রাজধানীতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
