কুমিল্লা সীমান্তে ৩ লাখের বেশি ভারতীয় সেটিরিজিন ট্যাবলেট আটক

কুমিল্লা সীমান্তে ৩ লাখের বেশি ভারতীয় সেটিরিজিন ট্যাবলেট আটক

কুমিল্লা সীমান্তে ৩ লাখের বেশি ভারতীয় সেটিরিজিন ট্যাবলেট আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৩ লাখ ৩১ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৯ আগস্ট ) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

রোববার (১০ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে বিষয়টা নিশ্চিত করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দকৃত ট্যাবলেটের মোট বাজারমূল্য ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। বিজিবি জানায়, এসব মালামাল প্রযোজ্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমসে জমা দেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।