ভারতে ‘ভুয়া আন্তর্জাতিক পুলিশ ব্যুরো’ অফিস চালিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬

ভারতে ‘ভুয়া আন্তর্জাতিক পুলিশ ব্যুরো’ অফিস চালিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬

ভারতে ‘ভুয়া আন্তর্জাতিক পুলিশ ব্যুরো’ অফিস চালিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় কথিত ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ নামে ভুয়া অফিস চালিয়ে জনসাধারণকে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সরকারি কর্মকর্তার পরিচয়ে জাল নথি, ভুয়া পরিচয়পত্র ও পুলিশ-স্টাইলের প্রতীক ব্যবহার করে অর্থ আদায় করত।

পুলিশ জানায়, চক্রটি নিজেদের সরকারি কর্মচারী পরিচয় দিয়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে অনুদান সংগ্রহ করত এবং বৈধতা প্রমাণে অনলাইনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সনদ প্রদর্শন করত। নয়ডার ফেজ-৩ এলাকায় তারা অফিস গড়ে তুলে নিজেদের আন্তর্জাতিক তদন্ত সংস্থার সদস্য হিসেবে প্রচার করত।

অভিযানে বিপুল পরিমাণ জাল পরিচয়পত্র, সরকারি কাগজপত্র, পাসবুক ও চেকবই উদ্ধার হয়েছে। ডিসিপি শক্তি মোহন অবস্থি জানান, অভিযুক্তরা যাচাই বা অনুসন্ধানের অজুহাতে মানুষের সঙ্গে যোগাযোগ করত এবং জাল সিল, লেটারহেড ও সরকারি প্রতীকের নকল ব্যবহার করত।

গ্রেপ্তারকৃতরা—বিবাশ, আরাগ্য, বাবুল, পিন্টুপাল, সম্পমদল ও আশিষ—সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুলিশ বলছে, এ কেলেঙ্কারির ধরন সম্প্রতি গাজিয়াবাদে ধরা পড়া ভুয়া দূতাবাস চক্রের সঙ্গে মেলে।

কয়েক সপ্তাহ আগে গাজিয়াবাদ পুলিশ কবি নগরের একটি ভাড়া বাড়ি থেকে ভুয়া কূটনৈতিক মিশন চালানোর অভিযোগে হর্ষবর্ধন জৈন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে জাল নথি, বিদেশি মুদ্রা ও হাওলা লেনদেনের সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।