নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু আটক

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু আটক

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১৫টি বার্মিজ গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জুমছড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫টি বার্মিজ গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোররাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ দল জুমছড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়। পরে গবাদিপশুগুলো ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মালিকবিহীন গবাদিপশুও সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাকারবারি ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। স্থানীয় বাসিন্দারাও বিজিবির এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।