রাঙামাটিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে কৌশল্যাঘোনা পাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ক্যাম্পে এলাকার শতাধিক গরীব, অসহায় নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
১০ আর ই ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসা নিতে আসা উপকারভোগীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত জনগণের পাশে থেকে মানবিক সেবা অব্যাহত রাখবে সেনাবাহিনী।
উল্লেখ্য, দেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।