পানছড়ির দুর্গম কচুছড়িমুখে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক মানুষ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়ি মুখ এলাকায় সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ বিজিবির উদ্যোগে আজ রোববার (১৭ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ এবং শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এ সময় ৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাঈম রোগীদের চিকিৎসা দেন এবং লোগাং বিজিবি জোন বিনামূল্যে ওষুধ বিতরণ করে।

মানবিক এই কার্যক্রম নিয়ে লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।
কচুছড়িমুখ ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম, স্থানীয় কার্বারী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম সীমান্ত এলাকার মানুষদের আস্থা ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।