সহিংসতার মধ্যেই ডিসেম্বর থেকে মিয়ানমারে ধাপে ধাপে নির্বাচন ঘোষণা জান্তার

সহিংসতার মধ্যেই ডিসেম্বর থেকে মিয়ানমারে ধাপে ধাপে নির্বাচন ঘোষণা জান্তার

সহিংসতার মধ্যেই ডিসেম্বর থেকে মিয়ানমারে ধাপে ধাপে নির্বাচন ঘোষণা জান্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী ডিসেম্বর থেকে সাধারণ নির্বাচনের বিস্তারিত পরিকল্পনা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ টাউনশিপে ভোট অনুষ্ঠিত হবে। তবে দেশজুড়ে এখনো লড়াই-সংঘাত চলমান।

১৮ আগস্ট দীর্ঘ প্রতীক্ষার পর মিয়ানমারের নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে টাউনশিপভিত্তিক নির্বাচন আয়োজন করা হবে। তবে পুরো সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩৩০টি টাউনশিপের মধ্যে ১০২টিতে ভোট হবে। এর মধ্যে রয়েছে রাজধানী নেপিডোর সব টাউনশিপ এবং বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের প্রায় এক-চতুর্থাংশ টাউনশিপ। এসব এলাকায় প্রায় ৭০ লাখ মানুষের বসবাস।

কিন্তু যেসব এলাকায় সেনাবাহিনী বহুপক্ষীয় সংঘাতের মুখে, সেখানে ভোট আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। যেমন পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ১৭টির মধ্যে মাত্র ৩টি টাউনশিপে ভোট হবে। রাজ্যের বেশিরভাগ এলাকা বর্তমানে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে।

২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকে সু চি কারাবন্দী রয়েছেন।

জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, চলমান সামরিক শাসনকে আড়াল করার জন্যই এ নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয় ২০২০ সালে। সেবারে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তবে সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ তুলে সরকার উৎখাত করে।

জান্তা সরকার ইতিমধ্যে আইন করেছে, নির্বাচনের সমালোচনা বা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়া যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।