লিপুলেখ হয়ে ভারত–চীন বাণিজ্যে নেপালের আপত্তি

লিপুলেখ হয়ে ভারত–চীন বাণিজ্যে নেপালের আপত্তি

লিপুলেখ হয়ে ভারত–চীন বাণিজ্যে নেপালের আপত্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত ও চীনের মধ্যে স্থলপথে বাণিজ্য শুরুর পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে নেপাল। দেশটি বলেছে, লিপুলেখ গিরিপথ ও সংলগ্ন কালাপানি অঞ্চল তাদের ভূখণ্ড, তাই ওই পথ ব্যবহার করে বাণিজ্য করা যাবে না।

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভারত সফরের পর দুই দেশ সীমান্ত সমস্যার সমাধান এবং স্থলপথে বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে এক যৌথ বিবৃতি দেয়। তাতে তিনটি ঐতিহাসিক গিরিপথ—লিপুলেখ পাস, শিপকি লা ও নাথু লা—চিহ্নিত করা হয়। এর মধ্যে লিপুলেখ নিয়েই নেপালের কড়া আপত্তি।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা মহাকালী নদীর পূর্ব প্রান্তে অবস্থিত নেপালের অবিচ্ছেদ্য অংশ। নেপালের সংবিধাননির্ধারিত মানচিত্রেও অঞ্চলগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তাই সেখানে রাস্তা নির্মাণ বা সীমান্ত বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারত নেপালের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “লিপুলেখ দিয়ে ভারত–চীনের বাণিজ্য শুরু হয়েছিল ১৯৫৪ সালে। কোভিড ও অন্যান্য কারণে তা বন্ধ ছিল। এখন আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, নেপালের দাবি ঐতিহাসিকভাবে তথ্যনির্ভর নয় এবং একতরফা। তবে কূটনীতির মাধ্যমে গঠনমূলক আলোচনায় বসতে ভারত প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, লিপুলেখ অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ভারত, নেপাল ও চীনের ত্রিদেশীয় সংযোগস্থল। কৈলাস–মানসরোবর তীর্থযাত্রীরা বহু বছর ধরে এই পথ ব্যবহার করে আসছেন।

লিপুলেখকে কেন্দ্র করে ভারত–নেপাল বিরোধ দীর্ঘদিনের। ১৮১৬ সালের সুগৌলি চুক্তিতে মহাকালী নদীকে দুই দেশের সীমানা হিসেবে নির্ধারণ করা হলেও নদীর উৎস নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে যাচ্ছে। নেপাল বলছে নদীর উৎপত্তিস্থল লিম্পিয়াধুরা, অন্যদিকে ভারত মনে করে লিপুলেখের নিচের জলপ্রপাতই আসল উৎস।

২০২০ সালে ভারত লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করলে নেপাল তীব্র প্রতিবাদ জানিয়েছিল।

চীন ও ভারত—দুই দেশের সঙ্গেই নেপালের সম্পর্ক ভালো। তবে ভূরাজনৈতিক বাস্তবতায় অনেকেই মনে করছেন, আপত্তি জানিয়েও নেপাল শেষ পর্যন্ত লিপুলেখ দিয়ে বাণিজ্যে বড় বাধা সৃষ্টি করবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।