সাজেক পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও সমস্যা নিয়ে অংশীজনদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার সাজেক পর্যটন কেন্দ্রের বিভিন্ন সম্ভাবনা, উন্নয়ন ও সমস্যার সমাধানকল্পে অংশীজনদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সাজেক আর্মি রেস্ট হাউজে কটেজ ও রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অফ সাজেকের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কটেজ ও রিসোর্ট মালিক, হেডম্যান, স্থানীয় কারবারি এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআই-এর খাগড়াছড়ি ডেট কর্নেল মোঃ আতিকুর রহমান এবং বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ রানা।
মতবিনিময় সভার শুরুতেই কটেজ ও রিসোর্ট সমিতির সভাপতি ও সহ-সভাপতি রিজিয়ন কমান্ডারকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
আলোচনায় সমিতির সদস্যরা সাজেক পর্যটন কেন্দ্রের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সেনা রিজিয়ন ও জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে সাজেকে পর্যটন এলাকায় পানি সংকট, গাড়ি পার্কিং, উন্নত চিকিৎসা সুবিধা সহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন।

রিজিয়ন কমান্ডার উপস্থিত সবাইকে সেনাবাহিনী কর্তৃক সাজেকে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন। তিনি সকলকে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং পর্যটন কেন্দ্রের শান্তি-শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় গুরুত্বারোপ করেন।
এছাড়া, রিজিয়ন কমান্ডার জেলা পরিষদ থেকে প্রাপ্ত ৭১ জন মালিকের হাতে রিসোর্ট পরিচালনার লাইসেন্স হস্তান্তর করেন।

পরে রিজিয়ন কমান্ডার সাজেকের রুইলুই পাড়া হেডম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া রিসোর্ট ও দোকান, সাজেক জুনিয়র হাই স্কুল, দারুস সালাম জামে মসজিদ, হেলিপ্যাডসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
আলোচনা সভা সভা ও পরিদর্শনকালে হেডম্যান, কার্বারী ছাড়াও বিভিন্ন রিসোর্ট ও কটেজ মালিক উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।