লংগদুতে হতদরিদ্র দুই পরিবারের চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

লংগদুতে হতদরিদ্র দুই পরিবারের চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

লংগদুতে হতদরিদ্র দুই পরিবারের চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টাকার অভাবে চিকিৎসা না পেয়ে শরীরে পচন ধরেছিল পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ৭০ বছরের রাহিমা বেগমের। দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। একইভাবে কালাপাকুজ্জা ইউনিয়নের এক শিশু গলায় টিউমার নিয়ে ভুগছিল, কিন্তু অর্থের অভাবে অপারেশন সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের উদ্যোগে ওই দুই পরিবারের হাতে চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ তুলে দেওয়া হয়।

লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের ব্যবস্থাপনায় ক্যাপ্টেন রাহাত নগদ অর্থ প্রদান করেন।

কালাপাকুজ্জা ইউনিয়নের পুঙ্গ আহছান উল্লাহ বলেন, “বহুদিন ধরে ছেলের চিকিৎসার জন্য মানুষের কাছে ঘুরেছি। ছোট ছোট অঙ্ক পেলেও প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারিনি। সেনাবাহিনী আমাদের ছেলের অপারেশনের পুরো টাকা দিয়েছে—এটা জীবনে ভোলার নয়।”

অন্যদিকে রাহিমা বেগমের ছেলে জানান, অর্থাভাবে মায়ের পা ধীরে ধীরে পচে যাচ্ছিল। সেনাবাহিনী খবর পেয়ে তাকে ফোন করে পরদিন আসতে বলে এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়। তিনি বলেন,
“আমার পরিবার আজীবন সেনাবাহিনীর এই সহযোগিতা মনে রাখবে।”

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।