ভারতের নতুন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনীশ দয়াল সিং

ভারতের নতুন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনীশ দয়াল সিং

ভারতের নতুন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনীশ দয়াল সিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের টিমে যোগ দিচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অনীশ দয়াল সিং। তাঁকে দেশটির নতুন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

১৯৮৮ ব্যাচের মণিপুর ক্যাডারের এই আইপিএস কর্মকর্তা দীর্ঘ ৩০ বছর ভারতের গোয়েন্দা সংস্থা আইবিতে দায়িত্ব পালন করেন। এরপর সিআরপিএফ (কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী) এবং আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ)– এই দুই আধাসামরিক বাহিনীর মহাপরিচালক হিসেবে কাজ করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে চাকরি থেকে অবসর নেন অনীশ দয়াল।

যদিও সরকারিভাবে তাঁর দায়িত্ব নিয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে নয়াদিল্লির সূত্র বলছে—অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলোয় বিশেষ দায়িত্ব দেওয়া হবে তাঁকে। বিশেষত জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এবং নকশাল দমনে অনীশ দয়ালের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

সিআরপিএফ প্রধান থাকার সময় মাওবাদী দমনে বিশেষ সাফল্য অর্জন করেছিলেন তিনি। উল্লেখ্য, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। তাই তাঁর এ নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

বর্তমানে ভারতের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আরও দু’জন দায়িত্বে আছেন—অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা টিভি রবিচন্দ্রন এবং প্রাক্তন কূটনীতিক অবন কাপুর। এছাড়া দেশের অতিরিক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান রাজিন্দর খান্না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।