রাঙামাটিতে প্রথমবার গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘গণগৌর’ উৎসব উদযাপন

রাঙামাটিতে প্রথমবার গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘গণগৌর’ উৎসব উদযাপন

রাঙামাটিতে প্রথমবার গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘গণগৌর’ উৎসব উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে প্রথমবারের মতো গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘গণগৌর’ উৎসব উদযাপিত হয়েছে।

গতকাল সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয় মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে গুর্খা সম্প্রদায়ের বিবাহিত নারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস থেকে প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীর পূজায় অংশ নেন। পরে তারা আরতি, ঐতিহ্যবাহী গান ও নাচের মাধ্যমে আনন্দ-উৎসব পালন করেন।

আয়োজকদের মতে, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এই উৎসবের মূল তাৎপর্য।

অনুষ্ঠানের আয়োজন করেন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা।

তিনি বলেন, “এটি আমাদের সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। নেপাল ও ভারতের রাজস্থানসহ বিভিন্ন অঞ্চলে এই উৎসব পালিত হলেও বাংলাদেশে এবারই প্রথম রাঙামাটিতে আয়োজন করা হলো।”

গুর্খা সম্প্রদায়ের সদস্যরা মনে করেন, এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় আচার নয়, বরং ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তাদের আশা, আগামী বছরগুলোতে আরও বড় পরিসরে এই অনুষ্ঠান পালিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।