সাজেক ইউনিয়নের হাজাছড়ায় বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাজাছড়ায় “মৎস্য সপ্তাহ-২০২৫” উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২ হাজার রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখসহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজন করা এই কর্মসূচি স্থানীয় জনগণের খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অন্যদিকে, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় বেসামরিক সমাজে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
