দুর্গম বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম তাংখুইতাং পশ্চিম পাড়ায় বিলাইছড়ি জোন (৩২ বীর) এর উদ্যোগে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে মোট ২৩৪ জন দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সেবা নেন।
দীর্ঘদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত এই পাহাড়ি এলাকার বাসিন্দারা সেনাবাহিনীর উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছেন।
সেবাপ্রাপ্তরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যখন কেউ আমাদের খোঁজ নেয় না, তখন সেনাবাহিনী আমাদের পাশে থাকে।”
বিলাইছড়ি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণে সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগ শুধু চিকিৎসা নয়, জনগণের সঙ্গে আস্থা ও মানবিক বন্ধনকেও আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
