পানছড়িতে মানবিক সহায়তা নিয়ে অসহায় পরিবারের পাশে বিজিবি

পানছড়িতে মানবিক সহায়তা নিয়ে অসহায় পরিবারের পাশে বিজিবি

পানছড়িতে মানবিক সহায়তা নিয়ে অসহায় পরিবারের পাশে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি নিজ হাতে অনুদান ও সামগ্রী বিতরণ করেন এবং অসহায় ও দুঃস্থ পরিবারের খোঁজখবর নেন।

অনুদান হিসেবে ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জনকে ৫টি সেলাই মেশিন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড ও ২টি টেবিল প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বিজিবি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।