খাগড়াছড়িতে বাজার ফান্ড জমি বন্ধক রেখে ঋণ চালুর দাবিতে পিসিসিপির স্মারকলিপি
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা, বাজার ফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ নেওয়ার প্রক্রিয়া পুনরায় চালু ও বন্ধকী মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানার মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
পিসিসিপির দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতার কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ব্যবসা সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, কর্মসংস্থানের সুযোগ কমছে এবং ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়ছে।

সংগঠনের সভাপতি ও সম্পাদক বলেন, “বাজারফান্ড জমি বন্ধক রেখে ঋণ নেওয়া দীর্ঘদিনের প্রথা। জেলা প্রশাসকদের হঠাৎ এই সিদ্ধান্ত রহস্যজনক এবং অদৃশ্য শক্তির নীলনকশা হতে পারে।”
তারা সতর্ক করে জানান, বাজারফান্ড জমি নিয়ে প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন না হলে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজ কমিটির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর খান, জেলা সহ ছাত্র বিষয়ক সম্পাদক ওসমান আহমেদসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
