কৃষি প্রকল্পে অনিয়ম, খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
![]()
নিউজ ডেস্ক
কৃষি প্রকল্পে অনিয়ম, প্রশিক্ষণ কর্মশালা ও বীজ ক্রয়ের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে দুদকের একটি টিম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করছে।
দুদক সূত্র জানায়, হটলাইন ১০৬–এ পাওয়া অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকেই অভিযান শুরু হয়। প্রথম দিন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং নথিপত্র পর্যালোচনা করা হয়। আজ দ্বিতীয় দিনেও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা গেছে, অভিযানে কৃষি বীজ ও উপকরণ ক্রয়, প্রশিক্ষণ বাজেট বাস্তবায়ন এবং প্রকল্পের অর্থ ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ যাচাই করা হচ্ছে।
এর আগে, গতকাল বুধবার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকালে রাঙামাটি অঞ্চলের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সদর উপজেলা কৃষি অফিস ও জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ সাংবাদিকদের বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পে অনিয়মের বিষয়ে সরেজমিনে খোঁজ নেওয়া হয়েছে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের বরাবর জমা দেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের সময় দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথিপত্র ও রেকর্ড পর্যালোচনা করেন এবং কর্মকর্তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেন। তবে অভিযানের সময় কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।