মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

মানিকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীসহ আশপাশের এলাকায় প্রায় তিনশত পাহাড়ি ও বাঙালি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন এ চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয় বাটনাতলী ক্যাম্পের আওতাধীন পুরাতন ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির এর নেতৃত্বে পরিচালিত চিকিৎসা শিবিরে স্থানীয়রা স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষুধ গ্রহণ করেন।

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানান।

সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।