সীমান্তে সোনা পাচারের চেষ্টা, বিএসএফের হাতে ৫ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার

সীমান্তে সোনা পাচারের চেষ্টা, বিএসএফের হাতে ৫ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার

সীমান্তে সোনা পাচারের চেষ্টা, বিএসএফের হাতে ৫ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কড়া নজরদারির ফলে ৫ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ।

শনিবার (৩০ আগস্ট) রাতে কোচবিহার জেলার দিনহাটা দুই ব্লকের  ঝিকরী সীমান্তের সাদিয়ালের কুঠি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকারীরা বাংলাদেশ থেকে এদেশে সোনা পাচারের চেষ্টা করছিল।

সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তা ধরে ফেলেন। মোট ২১টি টেনিস বল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৪৩টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে,টেনিস বলের মধ্যে সোনার বিস্কুট ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। শেষ পর্যন্ত ভেস্তে যায় পাচার।

বিএসএফের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে,উদ্ধার হওয়া সোনার ওজন ৫ কেজি ১৭ গ্রাম। ওই সোনার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ বিষয়ে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক বিবৃতি দিয়ে দিনহাটা সীমান্ত থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত চোরাচালান রোধে ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বিএসএফ।

বিএসএফের কোচবিহার সেক্টরের ডিআইজি জানিয়েছেন, সীমান্তে বিএসএফের তৎপরতায় বলের ভিতরে থাকা এই সোনার বিস্কুট উদ্ধার হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।