মণিপুরে ‘আরামবাই তেংগোল’ গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সশস্ত্র মেইতেই সংগঠন আরামবাই তেংগোল-এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
গত শনিবার (২৮ আগস্ট) আটক হওয়া দুইজন হলেন— লইশ্রম তন্দোম্বা সিং (২৭) ও তৌরাংবাম অমরজিত মেইতেই (২০)। তাদের কাছ থেকে সাতটি এইচকে-৩৩ রাইফেল, দুটি এম৪ এ১ কারবাইন, ২৮টি খালি এইচকে-৩৩ ম্যাগাজিন, দুটি গ্লক .৪৫ অটো পিস্তল ও চারটি ম্যাগাজিন, আটটি খালি এম৪এ১ ম্যাগাজিন এবং ১০০ রাউন্ড .৪৫ বোর গোলাবারুদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হলে নয় দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে।
মণিপুর পুলিশ জানিয়েছে, অস্ত্রগুলো বিদেশি নির্মিত হওয়ায় এটি ‘গুরুতর উদ্বেগের বিষয়’। এক সিনিয়র কর্মকর্তা বলেন, “আমরা অস্ত্রগুলোর উৎস খুঁজে বের করছি এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”
গত বছরের ৩ মে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পর আরামবাই তেংগোল নামের এই গ্রুপটি সামনে আসে। নিজেদের মেইতেই স্বার্থ রক্ষাকারী দাবি করলেও, সংগঠনটির বিরুদ্ধে সশস্ত্র কর্মকাণ্ড ও অপরাধে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা সংস্থার নজরদারিতে রয়েছে।
উল্লেখ্য, মণিপুরে সক্রিয় মিলিশিয়া ও উগ্রবাদী সংগঠনগুলোর হাতে বিদেশি অস্ত্র সরবরাহ হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এই ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।