পার্বত্য চট্টগ্রামে প্রতিভা গড়তে রাঙামাটিতে বিকেএসপির আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগ

পার্বত্য চট্টগ্রামে প্রতিভা গড়তে রাঙামাটিতে বিকেএসপির আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগ

পার্বত্য চট্টগ্রামে প্রতিভা গড়তে রাঙামাটিতে বিকেএসপির আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) একটি আঞ্চলিক শাখা স্থাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্পের বাস্তবায়ন করবে রাঙামাটি জেলা প্রশাসন। চলতি অর্থবছরেই এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

শুরুর দিকে রাঙামাটি শহরের অদূরে ঝগড়াবিল প্রাইমারি স্কুল-সংলগ্ন এলাকা প্রস্তাবিত স্থান হিসেবে আলোচনায় থাকলেও সম্প্রতি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হেডম্যান পাড়াও আলোচনায় এসেছে। তবে এখনো স্থান চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রকল্পটির জন্য প্রায় ৪০ একর জমি প্রয়োজন।

গত ২৬ আগস্ট কাউখালী উপজেলার কচুখালী মৌজার হেডম্যান চিংকিউ রোয়াজা মন্ত্রণালয়ের কাছে দান হিসেবে ১ একরসহ মোট ৪৯ একর ৫ শতক জমি বিকেএসপির জন্য প্রস্তাব করেন। তাঁর দাবি, প্রস্তাবিত স্থানে পর্যাপ্ত সমতল মাঠ রয়েছে, পাহাড় কাটার প্রয়োজন হবে না এবং কেউ উদ্বাস্তু হবেন না। স্থানীয় বিএনপি নেতারাও বিকেএসপি কাউখালীতে স্থাপনের পক্ষে কাজ করছেন।

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, “বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা খেলোয়াড় ঋতুপর্ণাসহ জাতীয় দুই নারী ফুটবলার কাউখালীর সন্তান।”

অন্যদিকে রাঙামাটি শহরের অদূরে ঝগড়াবিল মৌজার খেপোপাড়ায় বিকেএসপি স্থাপনের দাবি তুলেছেন স্থানীয় জমির মালিকেরা। তাঁদের মতে, জেলা শহরের কাছে হলে আধুনিক সব সুযোগ-সুবিধা, যোগাযোগ ও চিকিৎসা পাওয়া যাবে। ঝগড়াবিল মৌজার হেডম্যান সুরঞ্জন দেওয়ান বলেন, “আমার মৌজার অধীনে ৬০ একরের বেশি জমি আছে। সবটাই বিকেএসপিকে দিলে কোনো পরিবার উচ্ছেদ হবে না।”

বক্সার সুর কৃষ্ণ চাকমা বলেন, “বিকেএসপি যেখানে করা হোক না কেন, আধুনিক সুযোগ-সুবিধা, যোগাযোগ, নিরাপত্তা ও চিকিৎসাকে গুরুত্ব দিতে হবে। দুর্গম কোথাও স্থাপিত হলে সরকারের উদ্দেশ্য সফল হবে না।”

জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ জানান, “মন্ত্রণালয়ের নির্দেশে খুব দ্রুত উপযুক্ত জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। কাউখালীতে কচুখালী মৌজার প্রস্তাবিত জমির বিস্তারিত তদন্তসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।