রুমা সীমান্তে কেএনএফের ঘাঁটিতে সেনা অভিযান, রসদসহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

রুমা সীমান্তে কেএনএফের ঘাঁটিতে সেনা অভিযান, রসদসহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

রুমা সীমান্তে কেএনএফের ঘাঁটিতে সেনা অভিযান, রসদসহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী রেং ত্লাং এলাকায় একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী চলা এ অভিযানে সেনাবাহিনী সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএফ তথা বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে।

রুমা সীমান্তে কেএনএফের ঘাঁটিতে সেনা অভিযান, রসদসহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

অভিযানকালে সেনা টহল দল প্রশিক্ষণ ঘাঁটিতে ব্যাপক তল্লাশি চালায়।

এসময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, খাদ্য ও রসদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রুমা সীমান্তে কেএনএফের ঘাঁটিতে সেনা অভিযান, রসদসহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

একইসাথে সন্ত্রাসী সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত বিভিন্ন স্থাপনা দখল করে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমাল রক্ষায় সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রুমা সীমান্তে কেএনএফের ঘাঁটিতে সেনা অভিযান, রসদসহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

প্রসঙ্গত, কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) তথা বম পার্টি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ শিবির পরিচালনা করে আসছে। এ গোষ্ঠী চাঁদাবাজি, অপহরণ, খুন, অস্ত্র ও মাদক পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা পার্বত্য অঞ্চলে বসবাসরত সাধারণ জনগণকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন, নিরীহ মানুষ হত্যা এবং নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়ে আসছে।

এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর এ অভিযান নিঃসন্দেহে পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed