মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত হলো পাহাড়ি জনগণ

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত হলো পাহাড়ি জনগণ

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত হলো পাহাড়ি জনগণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন কর্তৃক আজ উপজেলার পঙ্খিমুড়া এলাকায় এক বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস।

এদিন মোট ২২ জন রোগী চিকিৎসা নেন, যার মধ্যে ১১ জন নারী, ৬ জন পুরুষ এবং ৫ জন শিশু।

মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত হলো পাহাড়ি জনগণ

রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথাজনিত সমস্যার চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহালছড়ি জোন জানায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।