‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মব সহ্য করা হবে না’

‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মব সহ্য করা হবে না’

‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মব সহ্য করা হবে না’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মব সহ্য করা হবে না বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এ দেশ সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আপনারা জানেন বিগত এক বছরের বেশি সময় ধরে আমরা ধৈর্য্য এবং অত্যন্ত পরিশ্রমের সঙ্গে দেশের সরকার এবং জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা উন্নতি করা বা আইনশৃঙ্খলা রক্ষা করা সেনাবাহিনীর কাজ নয়। আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা গ্রেপ্তার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো আইনি প্রকৃয়ায় সাজা দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত ভাবে একসঙ্গে কাজ করতে হবে। অলেরেডি সবাই কাজ করা শুরু করেছি। সবাই একসঙ্গে কাজ করলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আশা করছি।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।