গঙ্গার পানিচুক্তি নিয়ে দিল্লিতে মঙ্গলবার বাংলাদেশ-ভারতের মধ্যে বৈঠক
 
                 
নিউজ ডেস্ক
২০২৬ সালের ডিসেম্বরে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই চুক্তিটি নবায়ন করতে উভয়পক্ষই সম্মত আছেন এবং নবায়নের জন্য দুইপক্ষই প্রস্তুতি নিচ্ছেন।
এই প্রস্তুতির ধারাবাহিকতায় দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যরা আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে বৈঠকে বসছেন। ঢাকার পক্ষ থেকে ওই বৈঠকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন নেতৃত্ব দেবেন। এর আগে গত মার্চে চুক্তি অনুযায়ী গঙ্গার পানি কম পাওয়ায় বাংলাদেশ ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পর ঢাকা-দিল্লি দুইপক্ষের সম্পর্ক তলানিতে ঠেকলেও পানি ইস্যুতে উভয়পক্ষ নিয়মিত আলোচনা করছে। চলতি বছরের মার্চে দুইপক্ষের মধ্যে দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে প্রতি বছর দুইবার করে গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভীন্ন নদী রয়েছে। দুই দেশের মধ্যে নদী সম্পর্কিত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি সমাধানের জন্য ১৯৭২ সালে যৌথ নদী কমিশন গঠন করা হয়। যার ধারাবাহিকতায় বিগত ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দুই দেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি হয়। এই চুক্তির মেয়াদ আগামী ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। গত ২০২৪ সালের জুন মাসে দুই দেশই ঘোষণা দেয় যে, ১৯৯৬ সালের গঙ্গা নদীর পানি চুক্তি নবায়নের জন্য প্রযুক্তিগত আলোচনা শুরু হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই বৈঠকে নানা পর্যালোচনা এবং সংশোধন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতি বছর দুইবার করে ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়। চলতি বছরের মার্চে দু’পক্ষের মধ্যে দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
