লংগদু জোনের উদ্যোগে পাহাড়ের প্রান্তিক মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ের প্রান্তিক ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দূরছড়ি এলাকার উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক পাহাড়ি নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ উদ্যোগে রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। পাশাপাশি চারটি অসহায় পাহাড়ি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের গাইনী বিশেষজ্ঞ মেজর তুর্ফা এবং লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশনায় এ আয়োজন করা হয়। সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, বরং মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মাধ্যমে পাহাড়ের মানুষের পাশে থেকে কাজ করছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
