আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল শতাধিক মানুষ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জনপদের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান দিন দিন সুস্পষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম সেনা জোনের উদ্যোগে বলাইপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মাংরুম পাড়া এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ২৩ জন পুরুষ, ৩৮ জন নারী এবং ৩৫ জন শিশুসহ মোট ৯৬ জন স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পান।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা সাধারণ রোগ থেকে শুরু করে মৌসুমি ও জটিল সমস্যার বিষয়ে চিকিৎসা পরামর্শ দেন।

চিকিৎসা সেবা শেষে আলীকদম জোনের মেডিক্যাল অফিসার স্থানীয় জনগণকে চলমান ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি সবাইকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, সুস্থ জীবনযাপন করতে এবং যেকোনো অসুস্থতায় দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। চিকিৎসা সেবা ছাড়াও শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। মাদক থেকে দূরে থাকা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করলেই পাহাড়ি সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।