বান্দরবানে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বান্দরবানে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

বান্দরবানে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির পাকুয়াখালী এলাকায় শান্তিবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত ৩৫ জন বাঙালি কাঠুরিয়ার স্মরণে বান্দরবানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় ইসলামপুর সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদে এ কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা শাখা।

May be an image of ‎6 people, dais and ‎text that says '‎ስባራ সম্প্রীতি (মাস্টিম্ার এতিহামিক দোয় வதர দিবস উপলক্ষে शिিথাই লও লও? 3 না নাসভা সভা তারিখ ৩সে NAEN রহমদ دام হপম মদ, ব্ধরবান পার্বতা ছেলা‎'‎‎

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভায় তানভীর হোসেন ইমন বলেন, “১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ শান্তিবাহিনী ৩৬ জন কাঠুরিয়াকে কাজের কথা বলে গভীর অরণ্যে নিয়ে যায়। সেখানে তাদের হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন চালিয়ে ৩৫ জনকে হত্যা করা হয়। দুঃখজনক হলেও সত্য যে, এ ঘটনায় আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।”

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।