বান্দরবানে পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
![]()
নিউজ ডেস্ক
১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির পাকুয়াখালী এলাকায় শান্তিবাহিনীর হাতে নৃশংসভাবে নিহত ৩৫ জন বাঙালি কাঠুরিয়ার স্মরণে বান্দরবানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় ইসলামপুর সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদে এ কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পার্বত্য জেলা শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভায় তানভীর হোসেন ইমন বলেন, “১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ শান্তিবাহিনী ৩৬ জন কাঠুরিয়াকে কাজের কথা বলে গভীর অরণ্যে নিয়ে যায়। সেখানে তাদের হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন চালিয়ে ৩৫ জনকে হত্যা করা হয়। দুঃখজনক হলেও সত্য যে, এ ঘটনায় আজ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।”
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।