ডাকসু নির্বাচনে পাহাড়ি শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির অভিনন্দন

ডাকসু নির্বাচনে পাহাড়ি শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির অভিনন্দন

ডাকসু নির্বাচনে পাহাড়ি শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়, ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির অভিনন্দন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, “ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে ভিপি পদে আমাদের সমিতির অন্যতম সদস্য আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, এই বিজয় প্রমাণ করেছে—যোগ্য নেতৃত্ব ও সঠিক সুযোগ পেলে পাহাড়ি শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম। সাদিক কায়েম, এস. এম. ফরহাদ, হেমা চাকমা, সর্ব মিত্র চাকমা ও কামরুল হাসানের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সমগ্র পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর জন্য নতুন দিগন্তের সূচনা।

সমিতি আশা প্রকাশ করেছে, ডাকসুর নতুন নেতৃত্ব জাতীয় অঙ্গনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি পাহাড়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস. এম. ফরহাদ, কার্যনির্বাহী সদস্য পদে হেমা চাকমা ও সর্ব মিত্র চাকমা এবং কবি জসীম উদ্দিন হল সংসদে পাঠকক্ষ সম্পাদক পদে কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।