আনসার ও ভিডিপির ওমরাহ্ কাফেলার সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আনসার ও ভিডিপির ওমরাহ্ কাফেলার সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আনসার ও ভিডিপির ওমরাহ্ কাফেলার সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর অডিটোরিয়ামে পবিত্র ওমরাহ্–২০২৫ কাফেলার মনোনীত সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্তভাবে মনোনীত ৩৫ জন সদস্যের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপির ওমরাহ্ কাফেলার সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, “সাম্য ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। বাহিনীর সকল সদস্যের মাঝে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “ইসলাম কেবল একটি ধর্ম নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের প্রত্যেককে ইসলামের মৌলিক শিক্ষায় আলোকিত হয়ে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে তিনি ওমরাহ্ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন এবং বাহিনীর সার্বিক অগ্রগতি ও মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গত, পবিত্র ওমরাহ্–২০২৫ পালনের জন্য মনোনীত এই সদস্যদের প্রতি বাহিনীর বিশেষ উদ্যোগ তাঁদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। আশা করা যায়, ওমরাহ্ পালন শেষে তাঁরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা লাভ করে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।