ভারতেও নেপালের পরিস্থিতি হতে পারে, সতর্কবার্তা শিবসেনা এমপির
![]()
নিউজ ডেস্ক
ভারতেও নেপালের মতো পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রউত। এ সময় রাজনীতিবিদদের এখনই সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
শিবসেনার এমপি বলেন যে দুর্নীতি, স্বৈরাচারী শাসন ও স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালে যে ‘আগুনের সূত্রপাত’ হয়েছে, সেটি ভারতেও হতে পারে। তবে ভারতে এখনো এমন কিছু হচ্ছে না। কারণ ভারতীয়রা মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলছে।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ‘শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের’ কারণে বেঁচে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদির সরকার দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে সঞ্জয় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, এর মানে কী? এর মানে হলো দেশে এখনো গরিব মানুষ আছে। নেপালেরও একই অবস্থা ছিল।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।