পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির লোগাং জোনের নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৮০ ঘনফুট গোল কাঠ উদ্ধার করা হয়। পরবর্তীতে এসব কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বন উজাড় প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ে নির্বিচারে বন উজাড় দীর্ঘদিনের সমস্যা। বিজিবির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে তাদের পাশাপাশি বন বিভাগ আরও সক্রিয় হলে বন ধ্বংস অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হতো।

পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বৃক্ষনিধন শুধু পরিবেশ নয়, স্থানীয় জীববৈচিত্র্যের জন্যও বড় হুমকি। তাই বন রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed