সেনাবাহিনী প্রধানের সাথে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে আজ সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত মোহদ শুহাদা ওসমান।
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) সংকট দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে মালয়েশিয়াতেও প্রায় দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
পরিশেষে, তাঁরা আগামী ২৩-২৬ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলন (IPACC) ২০২৫ প্রসঙ্গে মতবিনিময় করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।