বিমান বাহিনী প্রধানের সাথে মালদ্বীপের সশস্ত্র বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সাথে মালদ্বীপের সশস্ত্র বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সাথে মালদ্বীপের সশস্ত্র বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি আজ রবিবার বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিমান বাহিনী প্রধানের সাথে মালদ্বীপের সশস্ত্র বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উভয় পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের সশস্ত্র বাহিনীর বিদ্যমান সহযোগিতা নতুন মাত্রায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ.ই. শিউনিন রশিদসহ মালদ্বীপ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।