খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে হাইকমিশনার হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং গাইনি বিভাগ ও বায়ো-টেস্ট রুমের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ব্রিটিশ সরকারের সহায়তায় সরবরাহকৃত উপকরণের যথাযথ ব্যবহার দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

হাসপাতাল পরিদর্শন শেষে সারাহ কুক স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিমসহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি জানান।

মতবিনিময় শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয়দের আন্তরিকতার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।