বিরল রোগে আক্রান্ত খাগড়াছড়ির কলেজছাত্রী বর্ষা দেওয়ানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের নিয়মিত ছাত্রী বর্ষা দেওয়ান মারাত্মক এসএলই (SLE) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বর্ষা দেওয়ানের হাতে অনুদানের চেক তুলে দেন।
এসময় খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রিন্সিপালসহ রিজিয়নের সকল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।
বর্ষা দেওয়ান গত বছরের অক্টোবর থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার ভর্তি হন এবং বিভিন্ন বিশেষায়িত টেস্টের মাধ্যমে তার এসএলই রোগ ধরা পড়ে। চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন ও ঔষধ বাবদ ইতোমধ্যে তার পরিবার প্রায় চার লাখ টাকা ব্যয় করেছে।
ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার জন্য আরও তিন লাখ টাকার প্রয়োজন হওয়ায় তিনি সেনাবাহিনীর কাছে সহায়তা প্রার্থনা করেন।
অনুদান প্রদানের সময় রিজিয়ন কমান্ডার বর্ষা দেওয়ানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।