রাঙামাটিতে দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী

রাঙামাটিতে দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী

রাঙামাটিতে দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মানবিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারসহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়ন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার।

এসময় তিনি বলেন, সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।