‘হিন্দুরা শান্তিতে নেই’—শুভেন্দুর দাবির জবাব দিলেন রমনা কালিমন্দির সভাপতি
 
                 
নিউজ ডেস্ক
“ভারত থেকে শুভেন্দু বারবার বলেন, হিন্দুরা শান্তিতে নেই। শান্তিতে না থাকলে পূজা পালন কীভাবে হয়? এবার ৩৩ হাজার মণ্ডপ হলো কীভাবে?”—এভাবেই ভারতীয় রাজনীতিক নেতা শুভেন্দুর দাবির জবাব দিলেন রমনা কালিমন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালিমন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি শুভেন্দুকে বাংলাদেশে এসে পূজার পরিবেশ নিজ চোখে দেখার আমন্ত্রণ জানান।
অপর্ণা রায় দাস বলেন, “আমাদের পাশের বাড়ি থেকে ঢিল আসে। কিন্তু তাতেই প্রমাণ হয় না যে আমরা শান্তিতে নেই। বরং পূজার পরিবেশ দিন দিন উৎসবমুখর হচ্ছে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করে বলেন, এবারের দুর্গাপূজা হবে নিরাপদ, উৎসবমুখর ও নির্বিঘ্নে। পূজা উপলক্ষে ২৪ ঘণ্টা নজরদারি থাকবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দেশে অসাম্প্রদায়িক পরিবেশ বিরাজ করছে। একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে হিন্দু সম্প্রদায়কে উসকানোর চেষ্টা করছে। সাংবাদিকরা যেন এ ধরনের গুজব প্রচারে ভূমিকা না রাখেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর বসু এবং রমনা কালিমন্দিরের সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য প্রমুখ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
