চট্টগ্রামের পারকির চর থেকে দুইদিনে ৩৯ রোহিঙ্গাকে আটক করল আনসার সদস্যরা
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুইদিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন সদস্যরা। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়।
৪(বিএন) আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, কর্ণফুলী টানেল সার্ভিস এলাকার ৭ নম্বর পোস্টের নিকটে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করা ৮ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভাষানচর থেকে দালালের সহায়তায় পালিয়ে এসেছে। এদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) একই এলাকায় আরও ৩১ জন রোহিঙ্গাকে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন আটক করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছিল।
কর্ণফুলী টানেল ব্যাটালিয়ন আনসার ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল জানান, আটককৃত রোহিঙ্গাদের বিষয়ে সেনা ও নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। বর্তমানে আটককৃতদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।