ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করল বিজিবি
 
                 
নিউজ ডেস্ক
ভারতে পাচার করার সময় সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী তেতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৯ টার দিকে বিজিবি আভিযানিকদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা উক্ত ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের ৩টি বান্ডিলে মোট ৩০,০০০ ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ছত্রিশ লাখ সাঁইত্রিশ হাজার দুইশত টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
