রাশিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়া “ওয়েস্ট-২০২৫” অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা ও কৌশলগত সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া “ওয়েস্ট-২০২৫”-এ বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট সফলভাবে অংশগ্রহণ করেছে।
গত ০১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সাহসী সেনাসদস্য অংশ নেন।

মহড়াটির মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং বহুজাতিক বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা।
মহড়ার প্রতিটি ধাপে সমন্বিত পরিকল্পনা, দ্রুত প্রতিক্রিয়াশীলতা, সন্ত্রাসবিরোধী কৌশল এবং বহুজাতিক সেনাদের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই মহড়ায় রাশিয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাসদস্যরা তাদের প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।
বাংলাদেশ সেনাবাহিনীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। পাশাপাশি, বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।