আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
আজ শুক্রবার রাজধানীর আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)-তে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে দেশি-বিদেশি খ্যাতিমান হেমাটোলজিস্টরা সরাসরি উপস্থিত থেকে এবং ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফ্লো সাইটোমেট্রির মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমা শনাক্তকরণ, একিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি (MRD) বিষয়ক সাম্প্রতিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশেষজ্ঞরা জানান, রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ এবং বাংলাদেশেও এর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। এই রোগের চিকিৎসা জটিল হওয়ায় এর সঠিক নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্তের পর তার প্রকৃতি নির্ধারণে ফ্লো সাইটোমেট্রি বর্তমানে একটি অত্যাধুনিক ও কার্যকর প্রযুক্তি।

এএফআইপি এ প্রযুক্তি ব্যবহার ও প্রসারে দেশের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন এএফআইপি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা।
তিনি বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রক্তরোগ নির্ণয়ে ফ্লো সাইটোমেট্রি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ ধরনের কর্মশালা চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, এএফআইপি’র ডেপুটি কমান্ড্যান্ট ও হেমাটোলজি বিভাগের প্রধান, সাধারণ সম্পাদকসহ আর্মি মেডিকেল কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা ১১৬ জন রক্তরোগ বিশেষজ্ঞ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।