আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন সেনা কর্মকর্তারা।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিরাপত্তার পূর্ণ আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সেনা কর্মকর্তারা জানান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য আলীকদম সেনা জোনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো প্রয়োজনে প্রশাসন ও পূজা উদযাপন কমিটির পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

সেনা কর্মকর্তারা বলেন, “আলীকদম সেনা জোন সর্বদা স্থানীয় জনগণের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। ধর্ম যার যার হলেও উৎসব সবার। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয় পূজা কমিটির নেতারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাবাহিনীর সহযোগিতা ও আশ্বাসে তারা নিশ্চিন্তভাবে পূজা উদযাপন করতে পারবেন। তারা এ ধরনের মানবিক ও ইতিবাচক উদ্যোগের জন্য সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।