কাপ্তাইয়ে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাড়িসহ একজন আটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিজিবির অভিযানে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি টয়োটা (করোলা) গাড়ি, দুটি মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের ১ নং জিপি গেট সংলগ্ন চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ মাসুদ রানা।
অভিযানকালে আটক হওয়া ব্যক্তি মোঃ হুমায়ুন কবীর চৌধুরী (৩৪), কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বাসিন্দা এবং মোঃ আক্তার হোসেনের ছেলে। তার কাছ থেকে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (ইউএই) সিগারেট, একটি আইফোন, একটি স্যামসাং মোবাইল এবং একটি টয়োটা (করোলা) গাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “বিজিবির হাতে আটক আসামি, জব্দ মালামাল ও গাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ সিগারেট পাচারের অভিযোগ রয়েছে। বিজিবির এ ধরনের সফল অভিযান অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।