ফুটবল তারকা ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার তিন লক্ষ টাকার অনুদান
![]()
নিউজ ডেস্ক
জাতীয় নারী ফুটবল দলের স্বনামধন্য খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসা সহায়তায় তিন লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।
সোমবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ চেকটি ঋতুপর্ণার বোন পাম্পি চাকমার হাতে তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ঋতুপর্ণা শুধু রাঙামাটির গর্ব নন, তিনি গোটা দেশের গর্ব। জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বৃদ্ধি করেছেন। কিন্তু বর্তমানে তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা ব্যয় যেন পরিবারের জন্য দুর্বিষহ হয়ে না ওঠে, সেজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। এটি আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “এই অনুদান কেবল আর্থিক সহায়তা নয়, ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। আমরা চাই ঋতুপর্ণা ও তাঁর পরিবার যেন জানেন—তারা একা নন, রাষ্ট্র ও সমাজ তাঁদের পাশে রয়েছে।”
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, এনডিসি এস এম মান্না এবং ঋতুপর্ণার বোন পাম্পি চাকমা ও তাঁর স্বামী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় নারী ফুটবল দলের অন্যতম ভরসার খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা ব্যয়ের ভারে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। প্রধান উপদেষ্টার এ উদ্যোগকে এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা অত্যন্ত প্রশংসা করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।