ঢাবিতে ইউপিডিএফ নিষিদ্ধ ও ইয়ান ইয়ানকে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল
 
                 
নিউজ ডেস্ক
ভারতের প্ররোচনায় পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নিষিদ্ধ ও চাকমা সার্কেল চীফের ২য় স্ত্রী বার্মিজ নাগরিক ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ‘সার্বভৌম ছাত্র জোট’ প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা।
রোববার রাত সাড়ে ৮টায় টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফ ও ইয়ান ইয়ানের উসকানিতে পাহাড়ে সশস্ত্র তৎপরতা, সেনা সদস্যদের উপর হামলা, লাশবাহী অ্যাম্বুলেন্সে আক্রমণ, সাধারণ বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাগরিকদের উপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে।
শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান গোষ্ঠী পাহাড়ে জাতিগত দাঙ্গা উসকে দিচ্ছে। ধর্ষক নয়ন শীলকে ইতোমধ্যেই গ্রেফতার করা হলেও তারা বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিয়ে সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে। বক্তারা প্রশ্ন তোলেন, ধর্ষণবিরোধী আন্দোলনে কেন ‘সেনা হটাও’, ‘স্বায়ত্তশাসন চাই’, ‘স্বাধীনতা চাই’ ইত্যাদি রাষ্ট্রবিরোধী স্লোগান তোলা হচ্ছে।
তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতার কারণে পাহাড়ে সশস্ত্র তৎপরতা বেড়েছে। অবিলম্বে ইউপিডিএফকে নিষিদ্ধ করা ও ইয়ান ইয়ানকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার করার দাবি জানানো হয়। একইসাথে সেনাবাহিনীকে সন্ত্রাসবিরোধী অভিযানে নামার আহ্বান জানান শিক্ষার্থীরা।
মশাল মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তালহা, রফিক, মুহাম্মদ শাকিল মিয়া, আব্দুল্লাহ আল মাহিন, আব্দুল বাসিত, রাহাত, জিয়াউল, শিহাব, শাহাদাত ফরাজী সাকিব, রিয়াজুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ আরও অনেকে।
উল্লেখ্য, সাম্প্রতিক ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও সেটিকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদী স্লোগান ও সহিংস কর্মকাণ্ডের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
