বান্দরবানের রুমায় শারদীয় দুর্গোৎসবে সেনাবাহিনীর উপহার প্রদান
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় হরি মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর রুমা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আলমগীর হোসেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় তিনি রুমা বাজার সংলগ্ন শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দিরে উপস্থিত হয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রুমা জোনের পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটিকে নগদ ২০ হাজার টাকা, ১০ কেজি মিষ্টি ও একটি ফলের ঝুড়ি উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাজারপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মাহফুজুর রহমান, মন্দির পরিচালনা কমিটির সভাপতি, রুমা বাজার কমিটির সভাপতি এবং রুমা বাজার অগ্রবংশ অনাথ আশ্রমের প্রতিনিধি সহ প্রায় ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার এবং বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, পার্বত্য এলাকায় সামাজিক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
