পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করলেন বিজিবির রামগড় জোন অধিনায়ক
![]()
নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন রামগড় জোনের সহকারী পরিচালক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি ও পুলিশের অন্যান্য সদস্য, আনসার বাহিনী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জোন অধিনায়ক উপস্থিত পূজা উদযাপন কমিটি ও ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ আয়োজন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে রামগড় জোন সর্বাত্মকভাবে জনগণের পাশে রয়েছে এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি মণ্ডপগুলোতে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে রামগড় জোনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও বিজিবি নিরাপত্তা জোরদার করে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।