পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা দিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক

পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা দিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক

পূজামণ্ডপ পরিদর্শন ও সহায়তা দিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার নয়মাইল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক।

গতকাল রবিবার পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি পূজা কমিটির হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

জোন অধিনায়কের এ উদ্যোগে পূজা উদযাপন কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এই সহযোগিতাকে আন্তরিকতার নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সেনাবাহিনী স্থানীয় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সহায়তা প্রদানে বিশেষ ভূমিকা পালন করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।